ঢাকা: রাজধানীর রামপুরার একটি বাসা থেকে ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী বর্ষা আক্তার বিথী (২৪)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিথী মাদারীপুরের কালকিনি থানার সিডিখান এলাকার মো. হাবিবুর রহমানের মেয়ে। তিনি খালার বাসায় থেকে পড়াশোনা করতেন এবং সম্প্রতি ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সম্পন্ন করেন।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব রামপুরার হাইস্কুল গলির ২৬৫/২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, বিথীর খালা সকালে তাকে বাসায় রেখে গার্মেন্টসে যান। বিকেলে বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে জানালার গ্রিলের সঙ্গে বিথীর ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বর্তমানে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
---
এ রিপোর্টটি অনুসন্ধানাধীন বিষয়ে তথ্য প্রদান করে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
