ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রিং জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের দায়ে তিন ব্যক্তিকে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের শাপলা বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।
অভিযানে আটককৃতদের মধ্যে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর গ্রামের টুনু মিয়ার ছেলে হাবিব মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আঁখিতারা গ্রামের হাফিজ মিয়ার ছেলে রায়হান মিয়া ও তার ভাই ফতু মিয়াকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন জানান, শাপলা বিলে অবৈধ রিং জাল ও ফিক্সড ইঞ্জিন ব্যবহার করে মাছ শিকারের কারণে মাছের প্রজনন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছিল এবং ইজারাদাররা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
অভিযানের সময় তাদের দখলে থাকা প্রায় দুই হাজার মিটার রিং জাল এবং দুটি নৌকা জব্দ করা হয়। পরে জব্দকৃত রিং জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং নৌকাগুলো সরাইল থানার জিম্মায় রাখা হয়।
হাবিব মিয়াকে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, রায়হান মিয়া ও ফতু মিয়াকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৫ ধারায় জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ইজারাকৃত বিলে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
