ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর (নাওঘাট) এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, মৃত বৃদ্ধের পরিচয় শনাক্তে পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করতে অনুরোধ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
