বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ | Brahmanbaria Student News | Titas Tribune News Brahmanbaria


ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং শিক্ষার্থীদের হাতে দ্রুত নতুন বই প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীদের সংগঠন "শিক্ষার্থী মঞ্চ"।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহবুবুল আলম। এতে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহ আলম পালোয়ান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আইন বিভাগের শিক্ষার্থী সানিউর রহমান, গণিত বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক এবং অন্বেষা বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হোসাইন আহমেদ জয়।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আরোপিত ভ্যাট দ্রুত প্রত্যাহার করতে হবে। তারা সরকারের সমালোচনা করে বলেন, আগে বছরের পহেলা জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যেত। কিন্তু দুঃখের বিষয়, ফেব্রুয়ারি মাস চলে এলেও এখনো অনেক শিক্ষার্থী নতুন বই পায়নি। তারা দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ওপর ভ্যাট আরোপেরও তীব্র সমালোচনা করেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শহরের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন।

নবীনতর পূর্বতন