সরাইল উপজেলা বিএনপির নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল | Brahmanbaria BNP News | Sarail BNP News | TitasTribune

 


সরাইলে নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে বিএনপির একাংশের ঝাড়ু মিছিল

তিতাস ট্রিবিউন রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপির নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে দলের ত্যাগী ও পদবঞ্চিত নেতা-কর্মীরা।

গতকাল (বুধবার) দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে ঝাড়ু মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল কলেজের সাবেক ভিপি মো. ওসমান খান, বিএনপির সাবেক নেতা আফজাল হোসেন, বিশিষ্ট ঠিকাদার শফিকুল ইসলাম খন্দকার সেলু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জহির উদ্দিন, বর্তমান নব-গঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খন্দকার মুন্না এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বার।

বক্তারা নব-গঠিত কমিটিকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে অবিলম্বে কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

উল্লেখ্য, সরাইল উপজেলা বিএনপির কমিটি গত বছরের ২৩ সেপ্টেম্বর অনুমোদন পায় এবং চলতি বছরের ১০ জানুয়ারি তা প্রকাশ করা হয়। তবে কমিটি প্রকাশের পর থেকেই পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে নব-গঠিত কমিটির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার তার মোবাইল ফোনে কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্করের মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

নবীনতর পূর্বতন