ভোটারদের অনুরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের তারিখ পরিবর্তন
তিতাস ট্রিবিউন রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বে ঘোষিত ২৮ ডিসেম্বরের পরিবর্তে সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি ২০২৫।
দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠেয় এই সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছিলো আহ্বায়ক কমিটি। তবে, সম্মেলনকে ঘিরে দলীয় কোন্দল দেখা দেয়। জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বাধীন একাংশের বিরোধিতার কারণে সম্মেলনের তারিখ পেছানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটারদের অনুরোধে এবং অধিকতর প্রস্তুতির লক্ষ্যে সম্মেলন ২৮ ডিসেম্বরের পরিবর্তে ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
এর আগে ২৮ ডিসেম্বর তারিখে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই সম্মেলনে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সম্মেলন সফল করতে ৮টি উপ-কমিটি গঠন করা হয়েছিলো।
দলীয় নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ সত্ত্বেও দীর্ঘ প্রতীক্ষিত এই সম্মেলন সফল করার জন্য নতুন তারিখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আহ্বায়ক কমিটি।
