চাকরির আবেদন/দরখাস্ত লেখার সঠিক নিয়ম (বাংলা)

চাকরির আবেদন/দরখাস্ত লেখার সঠিক নিয়ম


চাকরীর আবেদন পত্র লেখার নিয়ম অনেকের কাছে সহজ মনে হলেও অসংখ্য মানুষ রয়েছে যারা এই নিয়মটি জানেন না। সঠিকভাবে আবেদন না করার কারণে অনেকেরই কাঙ্খিত চাকরিটি হাতছাড়া হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় চাকরির আবেদন/ দরখাস্ত এর উপর আপনার চাকরি পাওয়ার হার নির্ভর করে। তাই তাদের জন্য আজকের এই লিখা। আশাকরি জীবনের শেষ সময় পর্যন্ত মনে থাকবে এই নিয়মগুলো। 

চাকরির আবেদন/দরখাস্ত লেখার সঠিক নিয়ম নিম্নে উল্লেখ করা হলোঃ
১। আবেদনের তারিখ।
২। প্রাপক/বরাবর।
৩। আবেদনপত্রে বিষয়।
৪। সম্ভাষণ/জনাব/মহোদয়/স্যার/ম্যাডাম ইত্যাদি।
৫। আবেদনের বিষয়ে বিস্তারিত বর্ণনা।
৬। আবেদনকারী না ও ঠিকানা।

বরাবর,

অধ্যক্ষ্য/প্রধান শিক্ষক/ম্যানেজিং ডিরেক্টর/চেয়ারম্যান…..,

…………………….বিদ্যালয়/কলেজ/এজেন্সি/প্রতিষ্ঠানের নাম,

……..ঠিকানা………. (ঢাকা)


বিষয়ঃ                   হিসেবে চাকুরীর আবেদন প্রসঙ্গে।


জনাব,

যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ….. পিতাঃ….. এই মর্মে আবেদন

করিতেছি যে, গত ২৮/১১/২০২৩ তারিখে দৈনিক আজকের সংবাদ ও দৈনিক অমুক পত্রিকাদ্বয় থেকে জানতে

পারলাম অধীনে ০১ জন ……….. ………  শূণ্য পদে ……… বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত

পদের জন্য একজন আগ্রহী প্রার্থী। নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্য আপনার সদয় অবগতির

জন্য পেশ করলাম।


১. নামঃ মোঃ

২. পিতার নামঃ 

৩. মাতার নামঃ

৪. বর্তমান ঠিকানাঃ

৫. স্থায়ী ঠিকানাঃ ঐ

৬. জন্ম তারিখঃ ০০/০০/১৯৯২

৭. জাতীয়তাঃ বাংলাদেশী

৮. মোবাইর নম্বরঃ 

৯.ধর্মঃ

১০. রক্তের গ্রুপঃ

১১. জাতীয় পরিচয়পত্র নম্বরঃ

১২. শিক্ষাগত যোগ্যতাঃ

শ্রেণী

বোর্ড

রেজাল্ট

পাসের সন

অষ্টম/দাখিল

...................

...........

—-


অতএব, আপনার নিকট বিনীত প্রার্থনা, উপরে বর্ণিত তথ্যাদি বিচার বিবেচনা করে আমাকে উক্ত পদে

নিয়োগ করলে আমার যথাযথ কর্মদক্ষতার পরিচয় দিতে সচেষ্ট হব।




নিবেদক

মোঃ



সংযুক্ত অনুলিপি

১। শিক্ষাগত যোগ্যতার সনদ।

২। পোষ্টাল অর্ডার
৩। অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।

  • লক্ষনীয় বিষয় হচ্ছে যে, যদি আপনাকে বলা হয় স্বহস্তে লিখতে হবে তাহলে অবশ্যই আপনি নিজ হাতে লিখবেন।
  • যদি স্বাহস্তে উল্লেখ না থাকে তাহলে টাইপ করে দিতে কোন সমস্যা নেই।
  • চাকুরীর আবেদন/দরখাস্তের সহিত সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি ব্যবহার করবেন।
  • আবেদন/দরখাস্ত প্রেরণের সময় খামের উপরে পদের নাম ও ডানে ও বায়ে প্রেরক-প্রাপক ‍উল্লেখ করে দিবেন।
  • সবশেষে আপনি যে অনুলিপিগুলো সংযুক্ত করবেন তা সঠিকভাবে সিরিয়াল মেইনটেইন করে দেওয়ার চেষ্টা করবেন।
ধন্যবাদ! আশাকরি আপনার পরবর্তী চাকুরী জীবন সুখময় হোক সে প্রার্থনা ।
নবীনতর পূর্বতন